Thursday, September 28, 2006
Tuesday, September 26, 2006
Monday, September 25, 2006
ইস্! পুজোর মাত্র চারদিন আগে এত বৃষ্টি! চারদিকে বন্যা।
আরে বাবা, বন্যা যদি হবিই, তো ক'দিন আগে হলে পারতিস, এখন এই চারদিনে
কী করে বন্যার লাইটিং বানিয়ে পাব্লিককে খাওয়াই বল্তো!
আরে, প্রিন্সকে দেখে শেখ, কী সুন্দর দুমাস আগে কুয়োয় পড়ল।
এনাফ টাইম পেলাম হাতে।
(আমরা তো সুনামির লাইটিং দেখেও হাত্তালি দিয়েছিলাম!!!)
Sunday, September 24, 2006
Friday, September 22, 2006
যতদিন আমি তোমার কাছে আছি,
যা যা পাওয়ার পেয়ে নাও।
প্রাণভরে ভালবেসে নাও।
জানিনা কবে শুরু হয়ে যাবে
অব্যক্ত প্রতিশ্রুতির নিঃশব্দ বিস্মরণ।
Sunday, September 17, 2006
আমার সেই আগের কবিতাটির শেষ অনুচ্ছেদটি একটু পরিবর্তন করলাম:
সারাদিন বসে বসে দুঃখ বিলাস আর
বুকের ভেতরে জমা চাপা হতাশা;
কিন্তু এখনও জানি জেগে আছে প্রাণ...
যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা।
JDL-15062003-2CX
প্রেম কাকে বলে জানো নাকি তুমি?
কাকে বলে প্রেম... জানোনা! তাহলে,
শুনে নাও আজ –
প্রেম হল গিয়ে ফালতু ফানুসে
উড়ে চলা আর
কিছুটা বাদেই ফট করে তুমি
যাবে যেন ফেঁসে
মিছে ভালবেসে
শক্ত মাটিতে আছড়ে পড়ার আগেই
পড়বে প্রেম বারিধিতে
আর একবার
ক্ষীরবারিধীতে, ফের একবার
তারও কিছু বাদে ট্রান্সফার হবে –
বিষ্ঠাসলিলে।
ফের দাও ডুব, সাঁতার জানোনা?
ফের যাও মরে।
আবারও বাঁচো,
কারও হাত ধরে।
অন্য সে হাত একই হাত নয়।
মন যারে চায়, সে হাত তুমি পাবেটা কোথায়?
সবই বিচ্ছিন্ন ভাঙাগড়ার খেলা...।
দুদিনের ভাব, তারে বলি প্রেম
তারপরে শেষ।
সব শেষ।
ফানুস চুপসে যায়।
প্রেমসরোবর খটখটে।
হয়তো যুক্ত হয় নতুন বন্ধন, সম্পর্কের
কিন্তু প্রেম কমে আসে।
আস্তে আস্তে,
তাই না?
প্রেম হল গিয়ে শুধু দেওয়া আর নেওয়া
পলিসির নাম গিভ অ্যান্ড টেক।
তৃষ্ণার্ত মানুষ যখন
বেপাড়ায় গিয়ে খুঁজে ফেরে প্রেম,
প্রেম কিনে নেয় টাকার বদলে,
আমরা বলি, ছি ছি ছি।
তুমি আর ও,
দুজনে যখন রাস্তায় হাঁটো;
গুজুর গুজুর – ফুসুর ফুসুর
কীসব যেন বল,
সেটা প্রেম নাকি?
হয়তো হবে;
প্রেমিকা, না শুধু শরীর ওটা
ভেবে দেখেছো কি?
হয়তো দেখেছো।
ফুলশয্যাসম রাতে,
চুপি চুপি খুলে গিয়েছিল সব বাঁধ।
সকালে অবশ্য যে কে সেই।
রাতের আদরের সব চিহ্ন,
মুছে ফেল শরীর থেকে;...
আমরা বলি,
ভদ্রলোক এরা।
আর তার দুদিন বাদেই,
তোমাকে লেঙ্গি মেরে আরেকটার সাথে করে।
আমরা বলি,
যাঃ কলা।
সত্যিকারের প্রেম কাকে বলে জানো?
‘ক্ষীরবারিধি’ সে নয়।
‘বিষ্ঠাসলিল’ তো নয়ই।
সত্যিকারের প্রেম হল,...
যাকে বলে স্যালাইন ওয়াটার।
দুঃস্থ তোমাকে বাঁচিয়ে তুলবে,
দেবে নতুন জীবন,
যোগাবে বাঁচার আশা,
জীবনের রসদ হয়ে উঠবে,
কাজে লাগাবে না;
কাজে লাগবে।
Wednesday, September 13, 2006
Harry Potter and the Strange Voice
I suddenly fell asleep at 12:30 today. And I had a dream on Harry Potter, Ron, Hermione, Ginny and me. The one thing very particular about the dream is that it seemed very vivid. Although I can’t remember all the things mow.
When it started, it showed Harry, Ginny, Ron and Hermione playing in Hogwarts play ground (which had very astonishing similarity to our college). Ron and Hermione were chatting where it seemed to be a swing. In a distant swing, Harry and Ginny could be seen. Other Hogwarts students could be seen every where chatting constantly with glee. Interestingly, I could be seen any where in the picture but it could be felt that I was actually watching the whole thing in TV.
Suddenly Ron had a little argument with Hermione and went for Harry. Instead of being angry, Hermione ran after Ron explaining something very indignantly. She was trying to convince Ron about something. Then they went to that swing where Harry and Ginny was talking. So now we could see them more closely and their talks could be heard.
Ron said, “Hi! Harry!! Hermione, Can we talk about that later? Please!!”
Hermione said, “OK. But you got to understand that…”
At this point, Harry said “Er… Hello!” as if he was a bit absent minded. Ginny said nothing and stared at the distant Astronomy tower.
Harry continued, “Tomorrow is Quidditch final. Prof. McGonagall wants all Gryffindors to ware special badges to answer the Slytherins. So I have to distribute these badges to all of us and you are going to help me.”
“Well of course.” Said Ron and for the first time Hermione gave a smile.
Harry then took out three badges and gave one to each of them. But we could only see Ginny’s badge closely, which read (instead of ‘Gryffindor is the Winner’ or something similar) ‘For Whom Who Loves’. In background, a voice, which was felt to be of JK Rowling herself, said, “What was meant and what is understood.”
Right then the dream breaks.
Sunday, September 10, 2006
Thinking Through Self
...
When you
see through your eyes, you see it in your own perspective. But when you see
thrugh your inner self, the thing is different. The perspective is enlarged. You
not only see your views, but also other's hearts. Souls are
connected
আবার কবিতা
অলস মস্তিষ্ক শয়তানের বাসা
কলস মস্তিষ্ক ভুষি দিয়ে ঠাসা
আজেবাজে কথা তাই আনশান ভাষা
নিরলস মগজের কাজ ভালবাসা
“May you live as long you wish and love as long as you live” Robert Heinlein
আমি যখন উপরের দিকে তাকাই তখন মনে হয় সবাই কত সুখে আছে। কতহাসি, কত আনন্দ। আমার নিজের অবস্থার কথা ভেবে ভীষণ দুঃখ হয়। তারপর আমি নিচের দিকে তাকাই, আমার আরো বেশী দুঃখ হয়।
পুরনো কথা ভেবে চাপা হতাশা;
আবার কোন স্মৃতিতে একটুকু হাসা;
যতখানি প্রাণ ঠিক তত ভালবাসা।